রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় জাকারিয়া (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে হাতুড়ি পেটা করে গুরতর জখম করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাফালবাড়ী বাজারের এক চায়ের দোকানের সম্মুখে এ ঘটনা ঘটে। আহত জাকারিয়ার ভগ্নিপতি আজিজুর রহমান খলিফা জানান, ওই সময় সাউথখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া তাফালবাড়ি বাজারের একটি চায়ের দোকানের সামনে বসা ছিল। স্থানীয় ছাত্রলীগ নেতা হুমায়ুন আজাদ জমাদ্দার মিঠুর নেতৃত্বে ৪ যুবক হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় জাকারিয়ার উপর। এ সময় হাতুড়ি পেটা করে জাকারিয়ার ডান হাত ও ডান পা ভেঙ্গে দেয়া হয় এবং মাথায় প্রচ- আঘাত পান। এক পর্যায়ে জাকারিয়া জ্ঞান হারিয়ে ফেললে হামলাকারীরা চলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে মিঠু জানান, এর পূর্বে ওই জাকারিয়া সহ অন্যান্যরা তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। তবে শুক্রবারের ঘটনায় কোন হাতুড়ি পেটা করা হয়নি। সামান্য হাতাহাতি হয়েছে মাত্র। শরণখোলা থানার অফিসার ইন-চার্জ মোঃ আব্দুল জলিল জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।