পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর পল্টন এলাকায় এক গৃহকর্মীকে (১২) মারধর ও শরীরে গরম পানি ঢেলে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বৃহস্পতিবার ওই কিশোরীর জবানবন্দি গ্রহণ করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক বিলকিস বেগম বলেন, পল্টনের একটি বাসায় ওই কিশোরীকে নির্যাতন করা হয়। পরে ওই কিশোরী ওসিসিতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। কাজে সামান্য ত্রæটি হলেই গৃহকর্ত্রী মারধর করতো। সর্বশেষ গত ১৫ মে ওই কিশোরীর শরীরে গরম পানি ঢেলে দেয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই শেখ মো. জসীম উদ্দিন বলেন, গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে আছেন। নির্যাতনের শিকার ওই কিশোরীর বড় বোন ঢাকার মুগদা এলাকায় বসবাস করেন। চার মাস আগে ওই কিশোরীকে চার হাজার টাকা বেতন দেয়ার কথা বলে কাজে নেন গৃহকর্ত্রী আছমা খানম।
তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, ওই কিশোরীকে প্রায় প্রতিদিনই মারধর করতেন আসামি আছমা খানম ও তার ছেলে। জিজ্ঞাসাবাদে আসামি আছমা খানম স্বীকার করেছেন, কাজে ত্রুটি পেলে তিনি মেরেছেন।
কিশোরীর বড় বোন বলেন, গত ফেব্রুয়ারি মাসে আমার বোন ওই বাসায় চার হাজার টাকা বেতনে কাজ শুরু করে। লকডাউন শুরু হলে বহুবার আমার বোনের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। কিন্তু তারা দেখা করতে দেয়নি। গত ১৫ মে দুপুরে তার বোনকে ঝাড়– এবং ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে নির্যাতন করে গুরুতর জখম করেন আসামিরা। গত ২৯ মে বাসা থেকে পালিয়ে আসে তার ছোট বোন। পরে থানায় মামলা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।