Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল আজহার মসজিদে জুমার নামাজে অংশ নেন শুধু ইমাম ও কর্মীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১:২৯ পিএম

মিশরের সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আল আজহার মসজিদে আজ জুমার নামাজে সাধারণ মুসল্লিরা অংশ নিতে পারবেন না। মসজিদের ইমাম ও কর্মীদের নিয়েই আজকের জুমা অনুষ্ঠিত হবে।সে অনুযায়ী শুধু ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের কর্মীদের নিয়েই জুমার নামাজ অনুষ্ঠিত হয়। ইজিপ্ট টুডে

এক বিবৃতিতে জানানো হয়েছে, নামাজে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। বিবৃতিতে আরও জানানো হয় , আজ ( ৫ জুন ) জুমার নামাজের খুতবা প্রদান করবেন আল আজহারের সিনিয়র ইসলামিক স্কলার অথরিটির সদস্য আহমেদ ওমর হেশাম। তিনি ‘ দুর্যোগ ও বিপর্যয়ের মুখে ইসলাম ’ নিয়ে আলোচনা করবেন । আল আজহার মসজিদ থেকে খুতবাটি মিশরের চ্যানেলগুলো ও আল আজহারের অফিসিয়াল পেজগুলোতে সরাসরি প্রচার করা হবে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ