Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ৯:৪৪ পিএম

পাবনার চাটমোহরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে আর নিধন হচ্ছে মা মাছ। চলনবিল অধ্যুষিত চাটমোহরের বিভিন্ন হাট-বাজারে অবাধে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে। উপজেলার অমৃতকুন্ডা (রেলবাজার), ছাইকোলা, শরৎনগর, মহেলাসহ বিভিন্ন হাট-বাজারে শত শত নিষিদ্ধ কারেন্ট জাল ফ্রি-স্টাইলে অবাধে বিক্রি করা হচ্ছে। এই কারেন্ট জাল দিয়ে এলাকার বিভিন্ন বিল বা জলাশয়ে ডিমওয়ালা মাছ নিধনে একশ্রেণির অর্থলোভী মানুষেরা মেতে উঠেছে। চাটমোহর উপজেলার ডিকশী বিল, হান্ডিয়াল, খলিশাগাড়ীবিলে ছোট ছোট নৌকা দিয়ে কারেন্ট জাল পেতে ডিমওয়ালা দেশি মাছ ধরা হচ্ছে। আর এই মাছগুলি প্রকাশ্যে স্থানীয় হাট বাজারেও বিক্রি করা হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞাগে অমান্য করে অর্থলোভী ব্যবসায়ীরা প্রকাশ্যে বিভিন্ন হাট বাজারে বিক্রি করলেও দেখার কেউ নাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারেন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ