Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরফ্যাশনে দু’মাসে ১৮ কোটি টাকার কারেন্টজাল জব্দ

১৩ বোট ও ২৩ জেলে আটক

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকার কোস্টগার্ড দু’মাসে সরকারের নির্দেশনায় প্রায় ১৮ কোটি টাকার কারেন্টজাল পুড়িয়েছে। আর ২৩ জেলে আটক ও জাটকা ধরার ১৩টি ট্রলার জব্দ করা হয়।
দক্ষিণ আইচা কোস্টগার্ড অফিসের তথ্য মতে, গত ২৫ নভেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রায় দু’মাস মেঘনা তেতুলিয়া নদীতে বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধ কারেন্টজাল ৪৪ লাখ ৫ হাজার মিটার জব্দ করা হয়, যার মূল্য ১৫ কোটি ৪১ লাখ ৭৫ হাজার টাকা। চরঘেরা জাল ৩ লাখ ৬০ হাজার মিটার, মূল্য ১ কোটি ২৬ লাখ টাকা। বেহুন্দি জাল ১০১ পিছ মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা। ১৮ হাজার ৪১০ কেজি জাটকা ইলিশ মূল্য ৬৪ লাখ ৪৩ হাজার ৫শ’ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, সংবাদকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন এতিমখানায় ও গরীবদের মাঝে বিতরণ করা হয়। দক্ষিণ আইচার চরমানিকার কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আমলগীর হোসেন বলেন, আমরা নদীতে অভিযান চালিয়ে কারেন্টজাল ও মাছ-নৌকা জব্দ করে থাকি। মৎস্য আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নদীতে আর পূর্বের ন্যয় জাল দেখা যায় না। আমাদের অভিযান সরকারি নির্দেশ মোতাবেক আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ