বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম এবং কালকিনি উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর যৌথ অভিযানে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার কালকিনি উপজেলার গোপালপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ৪ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জারিমানা করা হয়।
সোমবার দুপুরে র্যাব -৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর বাজারে অভিযান পরিচালনা করা হয় । অভিযান পরিচালনার সময় ৪ জন জাল বিক্রেতার কাছ থেে ২০০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল (আনুমানিক মূল্য ০৪ লক্ষ টাকা) উদ্ধার করা হয়। আটককৃত নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রেতাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। উদ্ধারকৃত কারেন্ট জাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।