বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। গত ২০ ঘণ্টায় নিহতদের মধ্যে চুয়াডাঙ্গায় ২, ঠাকুরগাঁও, সাভার, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, নড়াইল ও খুলনায় একজন করে। আহত হয়েছেন ৫।
খুলনা : খুলনার রূপসায় সেবা গ্রীনলাইন বাসের চাপায় ফয়সাল শেখ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার জাবুসা এলাকার কাজী সোবাহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল রূপসার তিলক গ্রামের মান্নান শেখের ছেলে।
ঠাকুরগাঁও : সদর উপজেলার হরিনারায়ণপুরে বালু ভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালকের সগযোগী আসাদুল (১৮) নিহত হয়েছে। নিহত আসাদুল সদর উপজেলার জামালপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
সাভার (ঢাকা) : ঢাকার অদূরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় বাসচাপায় জুয়েল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জুয়েল খুলনার দিঘলিয়া উপজেলার মাঝিরঘাট গ্রামের বাদশা মিয়ার ছেলে।
মির্জাপুর (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গতকাল বাবার সামনে এইচএসসি পরীক্ষার্থী ছেলের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মাজেদুর রহমান। তিনি নাগরপুর উপজেলার ভাররা ইউনিয়নের উরাডাব গ্রামের শহিদুর রহমানের ছেলে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ উপজেলার তালতলা পুলিশ ফাঁড়ির আব্দুল হান্নান (৫৫) কর্তব্য পালনকালীন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল রাতে এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর-জয়দেবপুর সড়কের সিংলাবো এলাকায় ট্রাকচাপায় তিনি নিহত হন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল ও অবৈধ আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গত বুধবার রাত ১০ টায় উপজেলার কোষাঘাটা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তানিয়া খাতুন (৩৫) দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জিনারুল ইসলামের স্ত্রী ও রোমানা খাতুন (২২) আব্দুস সালামের স্ত্রী।
নওগাঁ : নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় নয়ন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু সবুজ (২০)। নিহত নয়ন উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকভোলাই গ্রামের সাহেব আলীর ছেলে ।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইলে গতকাল ট্রাকের চাপায় এক মেটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের নাম সাইমন খাঁন (১৭)। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন খলাপাড়া গ্রামে। পিতার নাম কবির খান।
বরিশাল : বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে গতকাল ইট বহনকারী ট্রলির চাপায় মারুফা বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত এবং তার স্বামী মো. ছমির (৬০) গুরুতর আহত হয়েছেন।
নড়াইল : নড়াইল শহরের শেখ রাসেল সেতুর পূর্ব পাশে গতকাল ইটবোঝাই একটি ট্রাকের ধাক্কায় আলম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আলম যশোরের ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।