বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের সর্ববৃহৎ জয়পুরহাট চিনিকলের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার (৪ জুন ) সকাল ১০টায় চিনিকল চত্বর থেকে মিছিলটি বের হয়ে জয়পুরহাট-বগুড়া মহা সড়ক প্রদক্ষিণ করে।শেষে চিনিকল চত্বরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাকি প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, গেল ৩ মাসের মূল বেতন, গ্রাচুইটি, এরিয়া বিলসহ প্রায় ১৫ কোটি টাকা বকেয়া রেখেছে মিল কর্তৃপক্ষ। এতে চিনিকলের স্থায়ী ৫২০ জন শ্রমিক-কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।