বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরে মালিকানা জমিতে পাকা রাস্তা নির্মাণের প্রক্রিয়া বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন জমির মালিকরা। মামলা দায়েরের পর রাস্তা পাকাকরণের কাজ স্থগিত করেছে কর্তৃপক্ষ। মামলা সূত্রে জানা যায়,পৌর সভার ৯ নং ওয়ার্ডের মৃত শফিউল হোসেনের ছেলে শাহজাহান মন্ডল ও রেজাউল মন্ডল ২ নং ওয়ার্ডে পৈতৃক সূত্রে ৭৬ শতাংশ জমি প্রাপ্ত হয়ে বসতবাড়ি নির্মাণ করে বসবাসসহ অবশিষ্ট জমিতে চাষাবাদ করে ভোগ-দখল করে আসছিল। উক্ত জমির মালিকগণকে না জানিয়ে পৌর কর্তৃপক্ষ নিজের ইচ্ছে মত জমিতে রাস্তা নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন করেন। জমির মালিকগণ এবিষয়টি জানতে পেরে মালিকানা জমিতে রাস্তা নির্মাণ বন্ধে সহকারী কমিশনার(ভূমি)সুন্দরগঞ্জ বরাবর আবেদন করেন। এতে কোন প্রতিকার না পেয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত,সুন্দরগঞ্জ,গাইবান্ধায় ১১/২০২০ নং(অন্য) একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেন। সরেজমিনে দেখা গেছে,পৌর কর্তৃপক্ষ টেন্ডার আহবান ও ঠিকাদারকে কার্যাদেশ প্রদানসহ যাবতীয় কার্যাদি সম্পন্ন করলেও কাজ বন্ধ রেখেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পৌর ইঞ্জিনিয়ার মেহেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর প্রকল্প ধরার কারণে আমরা টেন্ডার আহবানসহ যাবতীয় কার্যাদি সম্পন্ন করেছি। ওই রাস্তা পাকা করণ বন্ধে মামলা দায়েরের সত্যতা স্বীকার করে তিনি আরো জানান, বিজ্ঞ আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর ওই রাস্তা পাকা করণের কাজ স্থগিত রেখেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।