Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়া আওয়ামীলীগের সম্মেলন স্থগিত

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৩:৫০ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামীকাল বৃহষ্পতিবার অনুষ্ঠিতব্য উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। পিরোজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবদুল হাকিম হাওলাদার সম্মেলন স্থগিতের কথা নিশ্চিত করে জানান, সম্মেলনকে কেন্দ্র করে দলের মধ্যে বিভাজন, শত্যপ্রবাহ ও করোনার প্রকোপ বৃদ্ধির কারনে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন জেলা আ’লীগকে সম্মেলন স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দীর্ঘ দিনের বিভক্তি প্রকট রুপ নেয়। সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান এবং পৌর আ’লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের মধ্যে গ্রæপের সৃষ্টি হয়। গত কয়েক দিন ধরে সম্মেলনের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে পাল্টা-পাল্টি কর্মসূচী পালন করে আসছিল। যার কারনে উপজেলার সর্বত্র চাঁপা উৎকন্ঠা বিরাজ করছিল। সম্মেলন স্থগিতের খবরে উৎকন্ঠা কমে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মেলন স্থগিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ