মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাত্র পাঁচ মাসে বিশ্বব্যাপী ৩ লাখ ৬৫ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে করোনাভাইরাস। তবে সামনে এমন কিছু ঘটতে পারে তার তুলনায় এটি কিছুই নয়। কীভাবে মহামারি থেকে বেঁচে যাবেন-শীর্ষক নতুন বইয়ে বিজ্ঞানী ও চিকিৎসক ড. মাইকেল গ্রেগর সতর্ক করেছেন যে, উপচে পড়া ভিড় এবং অস্বাস্থ্যকর মুরগির খামার থেকে উদ্ভূত একটি ‘অ্যাপোকেলিপ্টিক’ ভাইরাসে মানব জাতির অর্ধেক নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এটি সেই দানব যা গোপনে লুকিয়ে থাকে, যা মহামারিবিদদেরকে সন্ত্রস্ত করে তোলে। গ্রেগর লিখেছেন, মহামারির ‘হারিকেন স্কেলে’ কোভিড -১৯ এর মৃত্যুর হার এক শতাংশের প্রায় অর্ধেক। গত মাসের শুরুর দিকে পরিবেশবিদরা সতর্ক করে দিয়েছিলেন যে, আমরা বন্যজীবনের (ওয়াইল্ড লাইফ) সাথে যোগাযোগ অব্যাহত রাখলে বিশ্ব আরও একটি কঠিন মহামারির মুখোমুখি হবে। গ্রেগর এ বিষয়ে মুরগির ওপর দোষকে পুরোপুরি চাপিয়ে দিয়েছেন। গ্রেগর লিখেছেন, অতি মহামারিতে মানুষ থেকে একটি ভাইরাস বিস্ফোরকভাবে অপর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ১৯২০ সালে পাখি থেতে উদ্ভূত স্প্যানিশ ফ্লু এবং ১৯৯৭ সালের হংকংয়ের এইচ৫এন১ এর প্রাদুর্ভাবের কথা উল্লেখ করে গ্রেগর লিখেছেন, উদ্বেগটি হলো ভাইরাস কখনো স্থির হয় না, সর্বদা পরিবর্তিত হয়। এটি সেই দানব যা গোপনে লুকিয়ে থাকে, যা মহামারিবিদদেরকে কাঁপিয়ে তোলে। নিউ ইয়র্ক পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।