Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবর্তন কখনও সহিংসতার মধ্য দিয়ে আসে না : বার্নিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ১২:০২ এএম

পরিবর্তন কখনও সহিংসতার মধ্য দিয়ে আসে না। সুতরাং সহিংসতা কোনও সমাধান নয়। এমন মন্তব্য করেছেন কিংবদন্তি আফ্রো-আমেরিকান মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র-এর কন্যা বার্নিস কিং। যুক্তরাষ্ট্রের আটলান্টার মেয়র কেইশা ল্যান্স বটমস-এর এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর সংঘটিত সহিংসতারও সমালোচনা করেন বার্নিস কিং। তিনি বলেন, যেসব ঘটনা ঘটে চলছে এই দেশে আমরা সেগুলো চালিয়ে যেতে পারি না। বার্নিস কিং বলেন, আমরা জানি কিভাবে নিয়মতান্ত্রিক বর্ণবাদ ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদ মোকাবিলা করতে হয়। সবার কল্যাণের জন্যই আমাদের এটা করতে হবে। তবে এর একমাত্র পথ হচ্ছে অহিংস উপায় অবলম্বন করা। এই পদ্ধতি যে কার্যকর তা প্রমাণিত। তিনি বলেন, আমাদের চ‚ড়ান্ত লক্ষ্য হচ্ছে আমরা পরিবর্তন চাই এবং সেটা এখনই চাই। তবে এটি কখনও সহিংসতার মধ্য দিয়ে আসে না। সহিংসতা কোনও সমাধান হতে পারে না। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমেরিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ