Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইহুদিদের প্রাচীন স্থাপনায় গাঁজা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ১২:০২ এএম

ইসরাইলের মৃত সমুদ্রের (ডেডসি) পশ্চিমে অবস্থিত তেল আরাদের প্রততাত্তিক এলাকা বারসেবা ভ্যালির অত্যন্ত পবিত্র জায়গা আলাদ পেলইন মন্দিরে চুনাপাথরের দুটি বেদীতে গাঁজার গাছ পাওয়া গেছে। গবেষকরা বলছেন, ওই বেদীতে দুই ধরনের উপকরণ পাওয়া গেছে। তার মধ্যে একটি হলো গাঁজার গাছ। এই প্রথম এই অঞ্চলে প্রাচীন গাঁজার উপস্থিতির প্রমাণ মিলল। জেরুজালেমে অবস্থিত ইসরাইল মিউজিয়ামের কিউরেটর ইরান আরিয়ে বলেন, ইহুদিরা এ ধরনের চর্চা করেছে বলে আগে ধারণাই ছিল না। ইহুদিদের প্রাচীন একটি স্থাপনায় আমরা গাঁজা পেয়েছি। যা ইহুদি স¤প্রদায় সম্পর্কে নতুন কিছু বলে। পরবর্তী সময়ে জেরুজালেমে গাঁজার ব্যবহার হয়েছে বলেও অনুমান করেন তিনি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঁজা

২২ জানুয়ারি, ২০২২
২২ জানুয়ারি, ২০২২
আমার এক নিকটাত্মীয় মদ-গাঁজা সেবন করত। স্বামী-স্ত্রী প্রায় সময়মই ঝগড়া হতো, স্বামী তার স্ত্রীর গায়ে অনেক সময় হাত তুলত। স্ত্রীও খুব বেশী একটা ছাড় দিত না। আবার স্ত্রীর বিরুদ্ধে অন্য পুরুষের সাথে দীর্ঘ দিন রাতে-বিরাতে গোপন ফোনালাপের অভিযোগ ছিল। তাদের দুই ছেলে আছে। স্বামী তার স্ত্রীর নামে ব্যাংক একাউন্টে ১৫-১৮ লাখ টাকার সম্পদ রেখেছিল। স্ত্রী বাপের বাড়ি গিয়ে সেগুলো হাত করে নেয় এবং নেশাখোর স্বামীর সংসার করবেনা বলে জানায়। এ অবস্থায় কয়েকটি ব্যর্থ আলোচনা বা বৈঠক হয়। প্রায় এক বছরের বেশী সময় পর স্ত্রী ওই স্বামীকে এক উকিলের মাধ্যমে ডাকযোগে ডিভোর্সলেটার পাঠায়। স্বামী বলে সে ওই লেটার রিসিভ ও সাইন করেনি। এর প্রায় এক বছর পর তার স্ত্রী ওই গোপন ফোনালাপের অভিযুক্ত ব্যক্তিকেই বিয়ে করে। প্রশ্ন হলো স্ত্রীর এ তালাক ও পরবর্তী বিয়ে ইসলামের বিধান মতে সঠিক ভাবে হয়েছে কি না? আর না হলে এখন করনীয় কি?
১১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ