Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ১১:২৭ এএম

ধান বিক্রি করা হলো না তাদের এর আগেই নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় ধানবোঝাই ট্রলিতে থাকা দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৯ মে) সকাল ৭টার দিকে সাপাহার-পত্নীতলা সড়কের খরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পত্নীতলার চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে মাহাবুব (৪২) এবং আনোয়ার হোসেন (৪০)।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, সকালে পত্নীতলা সদর থেকে ট্রলিতে ধান নিয়ে মাহাবুব ও তার ভাই আনোয়ার সাপাহারের মধইল বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে খরাইল মোড়ে একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন ট্রলিতে থাকা আরও দুইজন। তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ