Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

গ্রামবাসী রুখে দিল মার্কিন সেনাদের গতিপথ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ১০:১৩ এএম

এবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের দুটি গ্রামে সাধারণ লোকজন মার্কিন সেনাবহরের গতিপথ রুখে দিয়েছে। সাধারণ লোকজনের বাধার মুখে মার্কিন সেনারা পিছু হটতে বাধ্য হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হাসাকা প্রদেশের আল-কাহিরা ও আদ-দুশাইশা গ্রামের লোকজন মার্কিন সেনাবহরের গতিপথ রোধ করে। এসময় জনগণ মার্কিন সেনাদের ও সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। এছাড়া, তারা মার্কিন সেনাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর ছুঁড়ে মারে। পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন সেনারা পিছু হটে। এ ঘটনায় কেউ হতাহত হয় নি।

গত বছরের অক্টোবর মাস থেকে মার্কিন সরকার সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সেনা মোতায়েন জোরদার করেছে। সিরিয়ার তেলক্ষেত্রগুলোর নিরাপত্তার দোহাই দিয়ে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে এবং এর আড়ালে মার্কিন সেনারা সিরিয়ার থেকে তেল পাচার করছে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ