Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর শহরে ১২০টি মসজিদে সরকারি অনুদান বিতরণ

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ৬:৩২ পিএম

করোনাভাইরাস সংক্রমন পরিস্থিতিতে আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে চাঁদপুর পৌরসভার ১২০টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভেলিয়নে আনুষ্ঠানিকভাবে মসজিদ কমিটির লোকদের হাতে এসব অর্থ তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান।

সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁদপুর পৌরসভার ৬-১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১২০টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। পর্যায়ক্রমে পৌর এলাকার বাকী মসজিদগুলোতে প্রধানমন্ত্রীর অনুদান পৌঁছানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, ইসলামকি ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান, জাতীয় ইমাম কমিটি চাঁদপুর জেলার সভাপতি মাওলানা সাইফুদ্দিন খন্দকার, চাঁদপুর জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ কমিটির সধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিব দর্জি।

উল্লেখ্য, চাঁদপুর জেলার ৮ উপজেলার ৪ হাজার ৮শ’ ৯৫টি মসজিদে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান এসেছে ২ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকা।



 

Show all comments
  • শওকত আকবর ২৭ মে, ২০২০, ৭:২৯ পিএম says : 0
    ঈদের পরেও সরকার ঘোষিত আড়ইহাজার টাকা আজও পায়নাই তালিকাভুক্তরা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেক হস্তান্তর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ