Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় আত্মসমর্পণকারী ৬ চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ২:৪৪ পিএম

সাতক্ষীরায় আত্মসমর্পণকারী ছয় চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চরমপন্থীদের মাঝে এই চেক বিতরণ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক খান মোখলেছুর রহমান, উপ-পরিচালক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইলতুৎমিশ, তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, জেলা বিশেষ শাখার শাখার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে তালার আত্মসমর্পণকৃত চরতপন্থী বাবু ফকির, জিয়ার নিকারী, শিমুল ইসলাম সানা, খালেদুর রহমান ওরফে টিটু মোড়ল ও ছবুর সরদার এবং শ্যামনগরের প্রশান্ত মন্ডলের মাঝে আর্থিক অনুদানে চেক বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ০৯ এপ্রিল পাবনা জেলার শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট মোট ৪৬৩ জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। এর মধ্যে উল্লিখিত ছয়জন ছিলেন। বর্তমানে তারা কৃষি কাজ ও ছোট ব্যবসা করে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেক হস্তান্তর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ