Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাফওয়ার বৃত্তির চেক হস্তান্তর

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩৩৪ জন কৃতী ছাত্র-ছাত্রীর মধ্যে মেধা বৃত্তির চেক প্রদান করেছে। বাফওয়ার সভানেত্রী তাসনীম এসরার প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার তেজগাঁওস্থ ফ্যালকন হলে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধাবৃত্তির চেক হস্থান্তর করেন। মোট ১৩৫ জন ছাত্র-ছাত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ এর জন্য, ১৯৭ জন ছাত্র-ছাত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাধারণ জিপিএ-৫ এর জন্য এবং ‘ও’ লেভেল পরীক্ষায় ন্যূনতম ছয় বিষয়ে ‘এ’ গ্রেডপ্রাপ্ত ২ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে। উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বাফওয়ার সহ-সভানেত্রী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহধর্মিণী, বিমান সদরের পরিচালক, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। Ñআইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাফওয়ার বৃত্তির চেক হস্তান্তর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ