Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনার চাটমোহরে সেনাবাহিনীর স্টিকার যুক্ত প্রাইভেটকার খাদে

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ৬:০৬ পিএম

পাবনার চাটমোহরে সেনাবাহিনীর স্টিকার লাগানো প্রাইভেট কার খাদে পড়ে ৩জন মারাত্বক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পাবনার চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিস এলাকায় বুধবার (২৭ মে) বিকেলে সেনাবাহিনীর স্টিকার যুক্ত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৬৯৭৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এসময় আহত হন প্রাইভেটকারের চালক মেজর রেজার ছেলেসহ ৩ জন। আহতরা হলেন, অবঃ মেজর রেজার ছেলে (চালক) রওশান (১৬), উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চক উথুলী গ্রামের মোঃ ইছাহাক আলীর ছেলে চঞ্চল (৪৫), ও শওকত আলীর ছেলে শাওন (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর বাইপাস সড়কে দ্রুত গতিতে ছুটে এসে প্রইভেটকারটি চাটমোহর পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পরে যায়। আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রওশান ও চঞ্চলকে ঢাকা ও শাওনকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমান জানান, আহত ৩ জনই মাথা ও বুকে আঘাত পেয়েছে। প্রাইভেট কারটিতে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর কাজে নিয়োজিত (সি.ডি.এ) স্টিকার লাগানো ছিলো। ঘটনার ১ ঘন্টা পরে চাটমোহর ফায়ার সার্ভিস প্রইভেট কার টি উদ্ধারের চেষ্টা শুরু করে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ মো. নাসীর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ