বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে এপাচি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাদ্দাম (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার(২৫মে) বিকেল ৪টার দিকে পৌর এলাকার কাঁচাবাজারের পাশে একটি দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসি বাবুল মিয়ার ছেলে এবং ১০ম শ্রেণির ছাত্র।গ্রামের বাড়ি উপজেলার বেতুয়া গ্রামের বিলপাড়া।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল যোগে তিনজন আরোহী উপজেলার শালগ্রামপুর সড়ক দিয়ে সখিপুরে আসছিল।তিনজনই সখিপুর পিএম মডেল গভ.স্কুল এন্ড কলেজেল ১০ম শ্রেনীর ছাত্র। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় কাঁচাবাজারের পাশে একটি ইটের দেয়ালে লেগে যায়। এতে ঘটনাস্থলেই মাথা ফেটে সাদ্দাম একজনের মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের লিয়ন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। অন্যজন আদনানকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সখিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.এইচ.এম লুৎফুল কবির উদয় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।মোটর সাইকেল ও লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।