Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ৬:৫৩ পিএম

দক্ষিণ সুরমার কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুপক্ষের মধ্যে ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। শনিবার (২৩ মে) দুপুরে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে তাদের মধ্যে। তবে কেউ হতাহত হননি এতে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাস টার্মিনালে শনিবার দুপুরে শ্রমিকদের দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে। পরে শ্রমিকরা দু’পক্ষে ভাগ হয়ে যান এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে থানা পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ