Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ১০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

রাঙ্গাবালীতে ১২ শ মাছের পুকুর ও ঘের তলিয়ে মাছ ভেসে গেছে

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ২:৫২ পিএম

গতকাল পটুয়াখালী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে জেলার ৭৩ টি ইউনিয়নে পাঁচটি পৌরসভায় ১০হাজার ৪৭৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।এরমধ্যে২৩৫৫টি ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং৮১২১ টি ঘরবাড়ী আংশিক ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

এদিকে বঙ্গোপসাগরের নিকটবর্তী রাঙ্গাবালী উপজেলায় বারোশো টি মাছের পুকুর ওঘের ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে নদীও সাগরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫থেকে ৭ফুট বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গিয়ে তিন থেকে চার কোটি টাকার মাছ ভেসে যায় বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান জানান, মৎস্যসম্পদ ক্ষেত বঙ্গোপসাগরের নিকটবর্তী রাঙ্গাবালী উপজেলা মাছের ঘেরের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চালাচ্ছি তবে প্রাথমিকভাবে এ ক্ষতি কয়েক কোটি টাকা হবে বলে জানান তিনি। এছাড়াও পানির তোড়ে রাঙ্গাবালীর বিভিন্ন জায়গায় ৫০০থেকে ৭০০ ফুট বেড়িবাঁধ প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সহ কোরালিয়া লঞ্চঘাট এলাকায় ৩০ফুট নতুন রাস্তা পানির তোড়ে ভেসে গিয়েছে বলে জানান তিনি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমফান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ