Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে বিকাল সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ঝড় বাতাস অব্যাহত

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সর্বোচ্চ ১২২ কিলোমিটার বেগে বাতাস

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ১১:২৮ পিএম

ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে সন্ধ্যা ছয়টা থেকে ঝড়ো বাতাস বইতে শুরু করে। রিপোর্ট লেখা পর্যন্ত রাত দশটা পর্যন্ত ঝড় বাতাস অব্যাহত রয়েছে। এদিকে আর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে পটুয়াখালী শহরের উপর দিয়ে ১২২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায় বলে পটুয়াখালী আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ জানিয়েছেন।

এদিকে বাতাসের বৃদ্ধির সাথে সাথে পটুয়াখালী জেলা শহরের নদীর তীরবর্তী লোকজনের বাড়িতে পানি প্রবেশ করা শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাংগাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ এলাকার ওয়াপদা ভেরিবাঁধের ওপর দিয়ে পায়রা নদীর পানি প্রবল বেগে প্রবেশ করে উত্তর পাংগাশিয়া, দক্ষিন পাংগাশিয়া, রাজাগঞ্জসহ অন্তত পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। অপর দিকে লেবুখালী ফেরীঘাট এলাকা তলিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমফান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ