মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমফানে পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ লাখ কোটি রুপি হয়েছে বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় তার কার্যালয় নবান্নতে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, তিনজনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যাটি বেড়ে সাত বা আট হতে পারে।-এনডিটিভি, আনন্দবাজার, সমাচার
মুখ্যমন্ত্রী জানান, আজ বিকেল তিনটায় টাস্ক ফোর্সের বৈঠক হবে। বৈঠকে সাইক্লোনের ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করা হবে। মমতা জানান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তিনি পশ্চিমবাংলাকে সবকিছু পুনর্নির্মাণ করতে হবে বলেও ইঙ্গিত দেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে ৪-৫ দিন সময় লাগবে। ইলেকট্রিসিটির অবস্থা খুব খারাপ, বন্ধ সব রাস্তা হয়ে গেছে। পানি সরবরাহের লাইন ভেঙ্গেচুরে একাকার হয়ে গেছে।
মমতা জানান, শুধু দুই ২৪ পরগনা একদম শেষ হয়ে গেছে। সেই সঙ্গে কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয় মোকাবিলার ১৯টি দল কাজ করছে। দক্ষিণ ২৪ পরগনায় ৬টি, কলকাতায় ৪টি,পূর্ব মেদিনীপুরে ৪টি ও উত্তর ২৪ পরগনায় ৩ টি দল মোতায়েন করা হয়েছে। হুগলি ও হাওড়ায় রয়েছে একটি করে দল।
ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানার আগের রাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নতে অবস্থান করেছিলেন মমতা। কলকাতায় এই সুপার সাইক্লোনের দাপট একটু কমতেই সন্ধ্যার পর সেখানেই সাংবাদিক সম্মেলন করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।