Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে ট্রাক খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১১:০৬ এএম

সাতসকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সয়াবিন তেলবোঝাই ট্রাক খাদে পড়ে স্বামী স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন।

মঙ্গলবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত আবু সাইদের ছেলে আলী আকবর (২৮) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২০) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, ভোরে ঢাকা থেকে একটি সয়াবিন তেলের ড্রামভর্তি একটি ট্রাক দিনাজপুর যাচ্ছিল। পথে নলকা ব্রিজের পশ্চিম এলাকায় পৌঁছালে চালক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয় খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ