Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পালমিরায় বোমা সরাতে যাচ্ছে রাশিয়ার রোবট

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরায় দায়েশের পেতে রাখা বোমা সরানো ও অকেজো করতে রোবট এবং বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া। সিরিয়া বাহিনীর সঙ্গে চার সপ্তাহের প্রচ- যুদ্ধে হেরে এ নগরী ছেড়ে পালিয়ে যাওয়ার আগে ব্যাপক সংখ্যক বোমা এবং বিস্ফোরকের ফাঁদ পেতে রেখে গেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। সিরীয় সরকারের অনুরোধে রুশ সেনাবাহিনীর আন্তর্জাতিক মাইন অ্যাকশন কমিটি সেখানে রোবট এবং বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ কথা জানিয়েছেন রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান জেনারেল ভ্যালারি গেরাসিমোভ। তিনি জানান, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সিদ্ধান্তের আলোকে মাইনসহ অন্যান্য বিস্ফোরক সরানোর কাজে সহায়তা করবে মস্কো। কয়েক দিনের মধ্যে রুশ বিশেষজ্ঞরা লাতাকিয়া প্রদেশের খামিইমিম বিমানঘাঁটিতে পৌঁছাবে বলে রুশ অপর কর্তৃপক্ষ জানিয়েছেন। আইআরআইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পালমিরায় বোমা সরাতে যাচ্ছে রাশিয়ার রোবট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ