Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাদাখে চীন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন ভারতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১২:০১ এএম

লাদাখে চীন সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। গালভান নদীর তীরে চীন তাঁবু নির্মাণ করছে- এমন খবর জানার পর এই উদ্যোগ নিয়েছে নয়া দিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। গত সপ্তাহে সিকিমের উত্তরাঞ্চলীয় সীমান্তে চীন ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সংঘাতে উভয় পক্ষে আহতের ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ওই ঘটনার লাদাখ সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর হেলিকপ্টার মোতায়েন করে চীন। এরপর মঙ্গলবার সেখানে যুদ্ধবিমানের টহল শুরু করেছে ভারত। অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে এক সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে বলেন, সীমান্তে আমাদের সেনা উপস্থিতি গত কয়েকদিন ধরে বাড়ানো হয়েছে। সীমান্তের ওই এলাকায় ভারত-চীনের মধ্যে মুখোমুখি হওয়ার ইতিহাস রয়েছে। তবে এবার তা এক সপ্তাহ ছাড়িয়ে গেছে। লাদাখের প‚র্বাঞ্চলীয় ডেমচক এলাকাতেও উত্তেজনা বিরাজ করছে। কারণ সেখানে চীনা নির্মাণকাজের কর্মকান্ড চিহ্নিত করা হয়েছে। নয়া দিল্লিতে জাতীয় নিরাপত্তা পরিষদ লাদাখের ঘটনা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাদাখ

১৬ জানুয়ারি, ২০২২
১২ অক্টোবর, ২০২১
২৮ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ