Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহতের অভিযোগ, চিকিৎসক বলছেন হার্ট এটাক

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১০:৩১ এএম

মাগুরার মহম্মাদপুর উপজেলার ধোয়াইল গ্রামে কলা গাছ নিয়ে দুই ভাইয়ের দন্ধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে চিকিৎসক বলছেন হার্টএটাক

স্থানীয় সূত্রে জানা গেছে, ধোয়াইল মধ্যে পাড়ার মৃত আমিন উদ্দিনের ছেলে রশাদ শেখ ও আসাদ শেখের মধ্যে কলাগাছ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রবিবার তিনটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। দ্বন্দ্বের একপর্যায়ে রশাদ শেখ আসাদ শেখ কে লাঠিপেটা করেন ।

স্থানীয়রা আহত অবস্থায় আছাদ শেখকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তার অবস্থার অবনতি দেখে তাকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।
ফরিদপুর মেডিকেলে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই আসাদ শেখ মৃত্যু বরণ করেন।মহম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, আছাদ হার্ট এটাকে মারা গেছে বলে চিকিৎসক সনদ দিয়েছেন।ক

মৃত্যুর ঘটনার পরপরই মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাঠির আঘাত

১৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ