রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের সখিপুরে নলুয়া আড়ালিয়াপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধে বড় ভাই আলী হোসেন (৫৩)-এর লাঠির আঘাতে আমির হোসেন (৫০) খুন হয়েছেন। দুই ভাইয়ের পিতার নাম মৃত বাহার উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, গত সোমবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই আলী হোসেন ছোট ভাই আমির হোসেনকে লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হন। সাথে সাথে আমির হোসেনকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেয়ার সময় পথিমধ্যে সোমবার রাত দেড়টার দিকে আমির হোসেনের মৃত্যু হয়। সখিপুর থানার ওসি (তদন্ত) মো: মাকছুদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো থানায় মামলা হয়নি, মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভাইদের লাঠির আঘাতে আহত
সখিপুর উপজেলার হাতীবান্ধা পূর্বপাড়া এলাকায় টাকার হিসাব চাওয়ায় বড় ভাই আব্দুস ছাত্তার (৪৮)-এর কাঠের লাঠির আঘাতে ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী আ: রউফ (৪০) গুরুতর আহত হয়ে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, আ: রউফ সিঙ্গাপুর যাওয়ার পর তার বাবা আ: জব্বারের নামে আট লাখ টাকা পাঠায়। ছুটিতে আসার পর এই টাকার হিসাব নিয়ে গত ১১ জুলাই পারিবারিকভাবে বসলে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই আ: ছাত্তার কাঠের লাঠি দিয়ে ও ছোট ভাই আবুল কাশেম রড দিয়ে আঘাত করলে প্রবাসী আ: রউফ গুরুতর আহত হন। তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আহত আ: রউফ বলেন, মার খাওয়ার ব্যাপারে মামলা বা কারো নিকট বিচার চাইলে আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে বলে আ: ছাত্তার হুমকি দিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।