Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

লকডাউন বিরোধী বিক্ষোভ যুক্তরাজ্যে গ্রেফতার ১৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে লকডাউনবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশের পক্ষ সিএনএনকে এ বিক্ষোভ ও গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় ব্রিটিশ সরকার যেসব জরুরি বিধিনিষেধ আরোপ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লন্ডনের হাইড পার্কে জড়ো হয় কয়েক ডজন মানুষ। এক পর্যায়ে তারা পুলিশের মুখোমুখি হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা নেই, পুলিশের এমন কর্মকর্তারা লোকজনকে চলে যেতে বললে বিক্ষোভকারীরা পাল্টা স্লােগান দেয়। তারা আওয়াজ তোলে, ‘শেম অন ইউ।’ যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকদের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪১ হাজার ৪৫৪। এর মধ্যে ৩৪ হাজার ৫৪৬ জনের মৃত্যু হয়েছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ