মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে সরকার পরিচালিত কোয়ারেন্টিন সেন্টারে করোনা আক্রান্তদের জন্য পর্যাপ্ত পানিরও ব্যবস্থা নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামাজিক দূরত্ব ভুলেই হাতাহাতি পর্যায়ে চলে গেছে বিহারের একটি কোয়ারেন্টিন সেন্টারের দেড়শ’ মানুষ! সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এই ১৫০ জন মানুষ সরকার পরিচালিত কোয়ারেন্টিন সেন্টারগুলোতে ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকার অভিযোগ তুলছেন। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে পানির জন্য তারা রীতিমতো লড়াই করছেন। রাজ্যের রাজধানী পটনা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সমস্তিপুর জেলার ফুলহরা শহরে প্রায় ছয় মিনিটের ওই ভিডিওটি ধারণ করা হয়েছে। এতে দেখা গিয়েছে যে, একটি স্কুলে কোয়ারেন্টিনে থাকা লোকজন জড়ো হয়েছেন। ওই স্কুলটিকে অস্থায়ীভাবে করোনাভাইরাস কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তরিত করা হয়েছে। এনডিটিভি, পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।