মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফোর্বস ম্যগাজিন জানিয়েছে যে, অ্যামাজন’র কর্ণধার জেফ বেজোস এই মূহুর্তে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে তালিকার শীর্ষ স্থানটি দখল করে রয়েছেন এবং তথ্য বলছে যে তিনি এই অবস্থান অনির্দিষ্টকালের জন্য ধরে রাখবেন।
ফোর্বস’র তথ্য অনুযায়ী, মার্চ মাসে বেজোসের মোট সম্পদ ছিল ১শ’ ১৩ বিলিয়ন ডলার এবং আউটলেট রিপোর্টে এই সংখ্যাটি ইতিমধ্যে ১ শ’ ৪৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তালিকাতে তার পরেই অবস্থান করছেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস, যার সম্পদের পরিমান ৯৮ বিলিয়ন ডলার এবং ফরাসী ব্যবসায়ী বার্নার্ড আরনাউল্ট, যার সম্পদের পরিমাণ ৭৬ বিলিয়ন ডলার। এরপর রয়েছেন, অর্থব্যবস্থা বিশেষজ্ঞ ওয়ারেন বাফেট, ৬৭ বিলিয়ন ডলার এবং সফটওয়্যার জাদুকর ল্যারি এলিসন, ৫৯ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে শীর্ষ পাঁচে রয়েছেন। ফেসবুকের মার্ক জুকারবার্গ ৫৫ বিলিয়ন ডলার নিয়ে তালিকার ৭ম স্থানে রয়েছেন।
অ্যামাজন চালু করার ৪ বছর পরে বেজস ১৯৯৮ সালে ফোর্বেস’র বিখ্যাত ৪০০ আমেরিকানদের তালিকায় জায়গা করে নেন। ব্যবসা ব্যবস্থাপনা সংস্থা কম্প্যারিসান বিশ্বাস করে যে, বেজোস আগামী ৬ বছরের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হয়ে উঠতে পারেন। সূত্র : দ্য সান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।