বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দঃবালিগাও গ্রামের বটতলা এলাকায় রাতের আধারে জোর-পূর্বক ড্রেন নির্মাণ করাকে কেন্দ্রকরে সংঘর্ষে জমির মালিকসহ একই পরিবারে ৩জন আহত হন।
জানাযায়,১৪মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জমির মালিককে জিঙ্গাসা না করে জোর-পূর্বক ড্রেন নির্মাণ করতে চাইলে জমির মালিক বাধা প্রদান করেন, এতে ক্ষিপ্তহয়ে ইউসুব মিয়া ও আকল মিয়ার নেতৃত্বে মাসুম মিয়া ও নাজমুল মিয়াসহ ৭/৮ জন সহযোগী মিলে ছত্তার মিয়ার বাড়ীতে হামলা চালায়।
হামলায় গুরুতর আহতহন ছত্তার মিয়ার স্ত্রী নেকজান বিবি (৫৫) ও তার ছেলে মোতালিব মিয়া(৩০)।
আহতরা বর্তমানে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। নেকজান বিবি’র আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতারলে স্তানান্তর করা হয়।
এবিষয়ে মোঃ আব্দুস ছত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে কমলগঞ্জ থানার এসআই ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালমালার তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।