Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাভাবিক হচ্ছে ইতালি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১০:৩১ এএম

বৈশ্বিক মহামারী করোনায় বিপর্যস্ত ইতালিতে দীর্ঘ দুই মাস পর লকডাউন উঠেছে গত ৪ঠা মে সোমবার। ইতালিতে করোনার প্রকোপ কমে যাওয়ায় সরকার এ সিদ্ধান্ত নেয়। এর ফলে দেশটির প্রায় সাড়ে ৬ কোটি নাগরিক বন্দিদশা থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে।

এদিকে দীর্ঘ দুই মাস পর ইতালিতে লকডাউন শিথিলের পর থেকে প্রথম উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতালির বার, রেস্টুরেন্ট, খুচরা ও পাইকারি দোকানপাট, স্টেশনারি, বইয়ের দোকান, বাচ্চাদের কাপড়ের দোকান, কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরু হয়েছে।

ধীরে ধীরে ইতালিতে বিধিনিষেধ শিথিল হবে। আগামী সোমবার থেকে ফের চালু হবে গীর্জা, মন্দির, সেলুন।

লকডাউন শিথিল করা হলেও, ইতালিতে পাবলিক পরিবহনসহ বাইরে মাস্ক ব্যবহার এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে দেখা গেছে।

তবে বাইরে বের হবার কারণ কতৃপক্ষের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। অনুর্ধ্ব ১৮ বছর বয়সীরা লিগ্যাল গার্ডিয়ানের সাথে বের হবার সুযোগ আছে। পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করা যাবে।তবে সেটা পিতা-মাতা, স্ত্রী-স্বামী/ভাই-বোন হতে হবে।পারিবারিক বড় অনুষ্ঠান অথবা পুনর্মিলনী করা যাবে না। খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয়, চিকিৎসকের সাক্ষাৎ এবং ফার্মেসিতে যাওয়া যাবে।

নিজ এলাকার লেক, সমুদ্র সৈকত এবং পর্বতমালায় ভ্রমণ ও নিজস্ব এলাকায় হাঁটা, দৌড়ানো এবং সাইক্লিংয়ের অনুমতি আছে।



 

Show all comments
  • শওকত আকবর ১৫ মে, ২০২০, ১১:২১ এএম says : 0
    #বিশ্ব করোনা মুক্ত হোক#বিশ্বে মানবতা ফিরে আসুক#দুর হোক বর্ন বৈসম্য#
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতালি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ