Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে নেটিজেনদের শোক

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ৮:১২ পিএম

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফেইসবুকে মরহুমের বিভিন্ন অবদান স্মরণ করে তারা শোক জানান। শিক্ষাবিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেটিজেনরা।

ড. আনিসুজ্জামান বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদ শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন।

ফেইসবুকে জিয়াউর রহমান লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন! শোক শোক আর শোক।
একজন মহান ব্যক্তিত্বকে হারালাম আমরা। অনেক অনেক শ্রদ্ধা স্যারের প্রতি। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি। স্যার আপনাকে স্যালুট।’’

মোহাম্মাদ আবুল মামুন লিখেছেন, ‘‘দুনিয়ার জীবনের কর্মকাণ্ডই হবে আখিরাতের জীবনের সুখ-শান্তির মানদণ্ড। দুনিয়ার উচ্চ শিক্ষা আখেরাতে কোন কাজে আসবে না যদি না আপনি সৃস্টিকর্তা মহান আল্লার জন্য কোন কাজ না করে যান। তাই দুনিয়াতে থাকতেই শাস্তি বা মুক্তির যে কোনো একটি সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়াতে উত্তম আমল করতে না পারলে পরকালে শেষ বিচারের দিন ভোগান্তি, অশান্তি, দুঃখ-কষ্টের সীমা থাকবে না। দুনিয়ার সব লোভ-লালসা, অন্যায় কাজের সময় মৃত্যুর কথা স্মরণ করা উচিত।’’

সৈয়দ কামাল উদ্দিন লিখেছেন, ‘‘অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও আনিসুজ্জামান স্যারদের মত বিদ্যাসাগর বাংলাদেশ আবার কত যুগ পরে দেখবে? এই মৃত্যু ভীষণ ভীষণ বেদনাদায়ক।’’

রিয়াদ খান লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। রমযান মাসে মৃত্যু পাওয়া ভাগ্যের ব্যাপার। যদিও তিনি বিতর্কিত তারপরও আল্লাহ যেনো তার ভুলগুলো ক্ষমা করে তাকে জান্নাত নসীব করেন।’’

সুমন চৌধুরী লিখেছেন, ‘‘এইদেশে দুই হাত আর দুই পা নিয়ে জম্মানো প্রাণীগুলোর মধ্যে মানুষ হতে পেরেছেন খুবই কম সংখ্যক লোক, আর তার মধ্যে রত্ন হাতে গোনা দুয়েকটা, দেশ তার একটা রত্ন হারিয়ে ফেলেছে, গভীর ভাবে শোকাহত, ওপারে ভালো থাকবেন স্যার।’’

কাজী মাসুদ লিখেছেন, ‘‘পরপারের জন্য ভাল আমল করলে অবশ্যই ভাল থাকবেন, ক্ষণকালের দুনিযায় শিক্ষা, যশ, মান, খ্যাতি সবই দুনিয়াবি। আল্লাহ উনাকে শান্তিতে রাখুন।’’



 

Show all comments
  • Shahidul islam ১৪ মে, ২০২০, ১১:৫৮ পিএম says : 0
    ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন! We should know mining of this line and we mast make oure life for this time.name of Allah and put on party of prophet's Mohammad (sall).we should preparation for that time.everybody tasted that time.we should believing and make life for this.
    Total Reply(0) Reply
  • abul kalam ১৫ মে, ২০২০, ৯:৪৮ এএম says : 0
    তিনি মুসলমান বিদ্বেষী হারামী বন্কিমচন্দ্রের প্রশংসা করেছেন, তার পুরস্কারে ভারত সরকার ড আনিসুজ্জামানকে সর্বোচ্চ ভারতীয় খেতাব পদ্মভূষণ দিয়েছে~~ কতটুকু মুসলমান- ইনি---
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ