মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়া বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া ও চীন। সিরিয়াতে রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে ভিডিও কনফারেন্সে নিরাপত্তা পরিষদের আহ্বান করা রুদ্ধদ্বার এই বৈঠককে ‘অগ্রহণযোগ্য’ বলেছে মস্কো। -ফ্রান্স ২৪, এএফপি
এএফপিকে নিরাপত্তা পরিষদের এক সদস্য বলেন, ‘রাশিয়া ও চীন এই স্ক্রিনের খালি টাইলস। প্রেস কনফারেন্সে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘আমাদের পশ্চিমা সহযোগী দেশ ও তাদের মিত্র দেশগুলো নিরাপত্তা পরিষদের স্বচ্ছতার নীতিকে অগ্রাহ্য করে এটি অনানুষ্ঠানিক বৈঠক ডেকেছে। এই ধরনের পদক্ষেপ অগ্রহণযোগ্য।
সিরিয়ার বাশার আল আসাদের সরকারের মিত্র মস্কো বলছে, সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্রের প্রকল্প বন্ধ করেছে, মজুদকারী অস্ত্র ও উৎপাদনের মালামাল ধ্বংস করেছে। ওপিসিডব্লিউ এর তদন্তকারী দল ২০১৭ সালের সিরিয়ায় তিনটি রাসায়নিক হামলার জন্য দামেস্ককে দায়ী করেছে। তবে দায় স্বীকার করতে অস্বীকার করেছে দামেস্ক।
জাতিসংঘে ব্রিটেনের রাষ্ট্রদূত বলেন, এই বৈঠকে নিরাপত্তা কাউন্সিলের সদস্য ও সিরিয়ার মধ্যে আলোচনা করা হতো। এক বিবৃতিতে তিনি বলেন, এই বৈঠকে যোগদানে অস্বীকৃতি রাসায়নিক অস্ত্র ব্যবহার আটকানো রোধ করতে সদস্য কিছু দেশের অসহযোগিতারই প্রমাণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।