Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যের কেয়ার হোমে অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৫:০১ পিএম

যুক্তরাজ্যের কেয়ার হোমগুলোতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২০ হাজার মানুষ মারা গেছে। ব্রিটিশ সরকারের তথ্যের ওপর ভিত্তি করে বার্তাসংস্থা রয়টার্স এই হিসাব দিয়েছে। ১ মে পর্যন্ত আট সপ্তাহে ব্রিটেনে মারা গেছে ৩৭ হাজার ৬২৭ জন মানুষ যার মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসের কেয়ার হোমগুলোতে মারা গেছে ২০ হাজার।

মৃত্যুর এই সংখ্যার মধ্যে স্কটল্যান্ডের মৃত্যুর হিসাব নেই। এছাড়া, করোনা আক্রান্ত বহু রোগী যারা কেয়ার হোম থেকে পরবর্তীতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং মারা গেছে তাদেরকেও এই হিসাবের মধ্যে আনা হয় নি।

প্রসঙ্গত, ব্রিটেনে করোনাভাইরাসের মহামারিতে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে যা ইউরোপে যেকোনো দেশের চেয়ে বেশি। এতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাস মোকাবেলার কৌশল এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ