Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঈশ্বরদীর আরও একজন করোনা সনাক্ত, বাড়ি লকডাউন

ঈশ্বরদী (পাবনা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ২:২২ পিএম

ঈশ্বরদীর আরও একজন করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে ঈশ্বরদীতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ জন। 

নতুন আক্রান্ত এই ব্যাক্তির নাম শাহিনুর ইসলাম সারিং(৩০)। সে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আশনা পূর্ব পাড়ার শামসুল ইসলাম হুজুরের ছেলে ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়।

জানাগেছে, কর্তব্যরত থাকা অবস্থায় তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ৫ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসলে ঈশ্বরদী উপজেলা প্রশাসন তার বাড়ি লক ডাউন করে।
তাছাড়া লকডাউনে থাকা কালিন সময়ে যাতে খাদ্য সামগ্রীর সমস্যা না হয় সে জন্য তাকে চাল, ডাল, তেল, ফলমূলসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে বলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে একজন ও পৌর এলাকার একজন করোনা সনাক্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ