Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিঘ্রই প্রচার হতে যাচ্ছে আয়নার আয়নাবাজি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১২:০৩ এএম

শিঘ্রই প্রচার হতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘ঘরে বসে আয়নাবাজি’। সিরিজটির কলাকূশলীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই একদিনের মধ্যেই সিরিজটির প্রচার শুরু হবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইভ স্ট্রিমিং অ্যাপস ‘র‌্যাবিটহোল’ এবং বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ব্র্যাক-এর ফেসবুক পেজে দেখা যাবে সিরিজটি। দেশে প্রথমবারের মতো শুধু ঘরে বসেই নির্মিত হয়েছে এই সিরিজ। এটি নির্মাণ করেছেণ অমিতাভ রেজা। অভিনয়ে দেখা যাবে চঞ্চল চৌধুরী, নাবিলা এবং পার্থ বড়ুয়াকে। বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ব্র্যাক এবং অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় করোনা সংকটে সচেতনতামূলক এই ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে। সিরিজের প্রথম তিন পর্বে দেখা যাবে করোনাকালে আয়নাবাজির চরিত্রগুলোর জীবনযাপন। প্রতি পর্বের দৈর্ঘ্য ৭ থেকে ৮ মিনিট। করোনাভাইরাসে আক্রান্ত আয়না কীভাবে প্রতিকূলতা জয় করে আর সেখানে প্রতিবেশী এবং নিকটজনেরা কীভাবে সাহায্য করতে এগিয়ে এসেছে, সেটাই এই সিরিজে তুলে ধরা হয়েছে। এখানেও আয়না চরিত্রে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন। অমিতাভ রেজা বলেন, আয়নাবাজি মানুষের মনে গেঁথে রয়েছে। সেই চরিত্রগুলো যেন এবার মানুষকে সচেতন করতে পারে, সেটাই লক্ষ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ