প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শেষ হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল। আর এই ফেস্টিভ্যালে প্রদর্শিত হেেছসফল বাংলা চলচ্চিত্র আয়নাবাজি। কাতারে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ ফোরাম কাতারের যৌথ আয়োজনে সম্প্রতি এই ফেস্টিভ্যাল শেষ হয়েছে। কাতারে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, কাতারে দীর্ঘদিন পর বাংলা চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে আয়নাবাজি। চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রিমিয়ার শোতে ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন ছবির পরিচালক অমিতাভ রেজা। বাংলাদেশ ফোরাম কাতার-এর সার্বিক ব্যবস্থাপনায় চারশত আসনের হল ভর্তি দর্শকের উপস্থিতিতে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাতারের নাগরিক ও বিভিন্ন পর্যটকরা ছাড়াও ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে, পর্তুগাল, ইউক্রেণ এবং তুরস্কেও রাষ্ট্রদূতেরা আয়নাবাজি দেখতে অংশ নেন। আয়নাবাজির প্রদর্শন ছাড়াও বাংলাদেশ ফ্যাস্টিভ্যালে ছিল তৈল চিত্র প্রদর্শনী, ফুড ফ্যাস্টিভ্যাল, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা এবং ছবি তোলার কর্মশালা। বাংলাদেশ ফোরাম কাতারের সভাপতি ইফতেখার আহমেদ জানান, সপ্তাহব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল পালন করেছি আমরা। এর মধ্যে বাংলা চলচ্চিত্র আয়নাবাজি ছিল একটি অংশ। দর্শকদের হৃদয়কাড়া এমন একটি সুস্থ ও ব্যতিক্রমী সিনেমা উপহার দেয়ার জন্য ছিল আমাদের ক্ষুদ্র প্রয়াস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।