Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার আয়নাবাজি নিয়ে ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৫ এএম

অমিতাভ রেজা পরিচালিত দর্শকপ্রিয় সিনেমা আয়নাবাজি এবার ওয়েব সিরিজ হচ্ছে। পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ও প্রযোজক জিয়াউদ্দিন আদিল জানান, ইতোমধ্যে শুটিং শুরু হয়েছে। প্রথমে তিন পর্বে এক্সক্লুসিভ কিছু করতে যাচ্ছি। তবে এটার সংখ্যা ও পরিধি আরও বাড়তে পারে। অমিতাভ রেজা বলেন, আয়নাবাজির আয়না, হৃদি এবং ক্রাইম রিপোর্টার সাবেরকে নিয়ে আবারও একটা কিছু করার চেষ্টা করছি। একই নাম, চরিত্র আর গেটআপ ঠিক রেখে শুট করছি। চলমান করোনাকালের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আয়নাবাজি সিনেমার তিনটি প্রধান চরিত্র নিয়ে মানুষকে সচেতন ও সাহস জোগানোর পরিকল্পনা থেকে এই ওয়েব সিরিজ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেন, আমরা চাইছি জনপ্রিয় এই চরিত্রগুলোর মাধ্যমে গল্পের রেশ ধরে মানুষকে আরেকটু সচেতন করার। মানুষের মনে একটু সচেতনতা বৃদ্ধি পেলে, একটু স্বস্তি ফিরে এলেই আমাদের এই নির্মাণ সার্থক হবে। ওয়েব সিরিজের পর্বগুলো থাকছে সবার জন্য উন্মুক্ত। এক সপ্তাহের মধ্যে এগুলো উন্মুক্ত হবে ইউটিউব ও ফেসবুকে। লকডাউনের মধ্যে শুটিং প্রক্রিয়া চলা প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, সবই যার যার ঘরে বসে করছে। আমি কম্পিউটার প্যানেল নিয়ে নিজ ঘরে বসে শুটিং শুরু করেছি। এখানেও কিছু চমক থাকছে। উল্লেখ্য, আয়নাবাজির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা ও পার্থ বড়ুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ