Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কান চলচ্চিত্র উৎসবে আয়নাবাজি প্রদর্শিত

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : কনটেন্ট ম্যাটারস লি. প্রযোজিত এবং হাফ স্টপ ডাউন লি. নির্মিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ নিয়ে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন পরিচালক অমিতাভ রেজা এবং কনটেন্ট ম্যাটারসের পক্ষে চলচ্চিত্রটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল ও গাউসুল আলম শাওন। গত ১৭ মে  মার্কোদা ফিল্মের গ্রে থ্রি হলে সিনেমাটি প্রদর্শিত হয়। প্রদর্শনটি দেখতে মার্কিন যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, ভারত, রোমানিয়া, তুরষ্কসহ বিশ্বের অন্যান্য দেশের দর্শক আসেন। আধুনিক ও আন্তর্জাতিক মানের চলচ্চিত্র বাছাই করতে এবং বাণিজ্যকরণের লক্ষে বিভিন্ন দেশের নির্মিতা, প্রযোজক ও বিনিয়োগকারী এই প্রদর্শনীতে আসেন। চলচ্চিত্রটি ইতোমধ্যে কান থেকে কানাডা, ইরান ও কায়রো চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রিত হয়েছে। পরিচালক অমিতাভ রেজা জানিয়েছেন, ‘আগত দর্শকদের ভালোলাগা দেখে বলতেই পারি, আমাদের দলটি অসাধারণ কাজ করেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কান চলচ্চিত্র উৎসবে আয়নাবাজি প্রদর্শিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ