Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুইজারল্যান্ডেও ত্রাণের জন্য এক কিলোমিটার লাইন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ৩:০৭ পিএম

করোনার প্রভাবে বিশ্বের অন্যতম ধনী দেশ সুইজারল্যান্ডেও খাদ্যের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে দেড় হাজার মানুষকে। দেশটির রাজধানী জেনেভায় ভোর ৫টায় ত্রাণ দেয়া শুরু হলে অল্প কিছুক্ষণের মধ্যেই এ লাইন এক কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে ঠেকে। লাইনে দাঁড়ানো এসব মানুষ দরিদ্র শ্রেণির ও অভিবাসী।

বর্তমানে সুইজারল্যান্ডে এই দৃশ্য প্রতিদিনই দেখা যায়। এসব লাইনে যারা দাঁড়িয়েছেন, তাদের বেশিরভাগই কম শিক্ষিত বা যারা চাকরি হারানোর পর নতুন কাজ খুঁজে পাচ্ছেন না।
নিকারাগুয়া থেকে এসে এখন জেনেভায় খণ্ডকালীন চাকরি করেন ইনগ্রিদ বেরালা। তিনিও প্রতি সপ্তাহে ত্রান নিতে আসেন। ইনগ্রিদ বলেন, ‘মাসের শেষ, আমার পকেট শূন্য। আমাদেরকে বিল দিতে হবে, ইন্স্যুরেন্সের প্রিমিয়ামসহ সব দিতে হবে। এখানে এসেছি, কারণ এক সপ্তাহের জন্য খাবার পাওয়া গেল। এর পরের সপ্তাহে কী হবে জানি না।’
দাতব্য সংস্থা কারিতাসের হিসাব অনুযায়ী, ২০১৮ সালে সুইজারল্যান্ডের ৮৬ লাখ বাসিন্দার মধ্যে ৬ লাখ ৬০ হাজার দরিদ্র ছিল। বিশেষ করে একক অভিভাবক ও কম শিক্ষিত, যারা চাকরি হারালে নতুন কাজ খুঁজে পেতে অসমর্থ্য তাদের আর্থিক অবস্থা ভালো না।
দাতব্য সংস্থা জেনেভা সলিডিটারি ক্যারাভানের প্রধান সিলভানা মাত্রোমাত্তিও বলেন, ‘কোভিড-১৯ সবকিছু সামনে নিয়ে এসেছে। এটা ভালো, কারণ আমরা এই শ্রমিকদের সহায়তার জন্য পদক্ষেপ নিতে সক্ষম হব। কারণ সব কিছুর ওপর তারা শ্রমিক।’
ডক্টরস উইদাউট বর্ডারের এই মিশন প্রধান প্যাট্রিক উইল্যান্ড বলেন, বিশ্বের অন্যতম ধনী শহর জেনেভায় সবসময় অনিশ্চিত জীবনযাপনের মানুষ রয়েছে, বিশেষ করে যারা গৃহকর্মে, কৃষিতে, নির্মাণ খাতে বা হোটেলে কর্মরত তারা কোভিড-১৯ এর কারণে রাত শেষে নিজেদের বেকার দেখতে পেয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইজারল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ