Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক ইইউর সদস্য হলে জোট শক্তিশালী হবে : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১২:০৩ এএম

তুরস্ককে সদস্য করতে আবারও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর প্রতি আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। ইউরোপীয় ইউনিয়ন গঠনের বার্ষিকী উপলক্ষে তিনি শনিবার এক চিঠিতে ওই আহবান জানান। এরদোগান বলেন, তুরস্কের সঙ্গে বৈষম্যের অবসান ঘটাতে হবে। তুরস্ক ও ইউরোপের মধ্যে সম্পর্কোন্নয়নের সব সুযোগ কাজে লাগাতে হবে। তুরস্ককে সদস্য করলে আর্থ-রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে এই জোট শক্তিশালী হয়ে উঠবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন। সদস্যপদ লাভের জন্য তুরস্ক ১৯৯৯ সালে ইউরোপীয় ইউনিয়নের আবেদন করে। ২০০৫ সাল থেকে এ বিষয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত এ ক্ষেত্রে অনেক বাধা রয়ে গেছে। এর মধ্যে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সীমান্তবিরোধ অন্যতম। এ ছাড়া মুসলিম দেশ হওয়ার কারণেও তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে নিতে চায় না এই জোটের কোনো কোনো সদস্য দেশ। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ