Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাবারের বিভিন্ন রেসিপি তৈরির চেষ্টা করছি -পূর্ণিমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১২:০৩ এএম

চিত্রনায়িকা পূর্ণিমা লকডাউনে বাসায়ই সময় কাটাচ্ছেন। একদম বের হচ্ছেন না। বাসায় থেকে কীভাবে সময় কাটাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাসার সবাই মিলে আড্ডা দিচ্ছি। খাবারের বিভিন্ন রেসিপি তৈরির চেষ্টা করছি। তাছাড়া সিনেমা দেখা হচ্ছে। বাইরে যাওয়ার সুযোগ নেই, তাই বাসাতেই যেন সুন্দরভাবে সময় কাটে সেই চেষ্টা করছি। এদিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, এখন সবাই চিন্তায় আছেন, অনিশ্চয়তার মধ্যে আছেন। তবে আমি মনে করি, ঘরে থাকলে ও সচেতন থাকলে আমরা এই অবস্থা থেকে বের হতে পারবো। সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে সবাইকে ঘরে থাকতে। সেটা আমরা যেন যথাযথভাবে পালন করি। তাছাড়া যেসব নিয়মের কথা বলা হচ্ছে, তা পালন করতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। হাঁচি, কাশি হলে টিস্যু ব্যবহার করতে হবে। না হলে কনুই ব্যবহার করতে হবে। এসব পালন করলে আল্লাহর রহমতে এই বিপদ থেকে খুব দ্রæতই আমরা পরিত্রাণ পাবো।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ