মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সরকার চলতি মাসের ১০ তারিখ থেকে সীমিত আকারে শপিংমল খোলার অনুমতি দিলেও ময়মনসিংহে ঈদের আগে কোন দোকানপাট খোলা হবে না।
শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে ব্যবসায়ী নেতৃবৃন্দ, দোকান-মালিক সমিতির সদস্য এবং সকল শপিংমলের ব্যবসায়ীদের নিয়ে এক যৌথ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম এ সভার সভাপতিত্ব করেন।
তিনি জানান, দোকান মালিক সমিতির নেতাদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিংমল আগামী ঈদ পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। বিষয়টি তদারকির জন্য চেম্বার অব কমার্সের একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।