বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে মহামারী করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলা জনিত সরকারি নির্দেশনা মোতাবেক আজ সোমবার থেকে পুনরায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাচামাল, ঔষধ ও জরুরী পরিসেবা এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। জানা যায়, মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাচামাল, ঔষধ ও জরুরী পরিসেবা ব্যতীত সকল ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ ঘোষণা করে সরকার। পরে শর্ত সাপেক্ষে আবার খুলে দেওয়া হয়। কিন্তু এতে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলে লোকসমাগম বৃদ্ধি পাওয়ায় করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ অবস্থায় ময়মনসিংহ জেলা প্রশাসন গতকাল রবিবার জেলার সকল ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ ঘোষণা করে নির্দেশনা জারি করেন। জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক গফরগাও উপজেলার সকল দোকাটপাট বন্ধ রাখা হবে বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আলী হায়দার চৌধুরী বলেন, নির্দেশনা বাস্তবায়নের জন্য রোববার রাতেই ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ও মাইকিং করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।