Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষুধার্তদের মাঝে খাবার তুলে দেয়া ইসলামের নির্দেশ

ইসলামী আন্দোলন ঢাকা দক্ষিণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০২ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ বলেন, অসহায় ও ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেয়া ইসলামের নির্দেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের দুর্যোগপূর্ণ সময় বিশেষ করে করোনা মহামারীর শুরু লগ্ন থেকে পীর সাহেব চরমোনাই’র নির্দেশে কর্মহীন, অসহায় ও বঞ্চিতদের পাশে থাকার চেষ্টা করছে। ভবিষ্যতেও করে যাবে ইনশাআল্লাহ।

সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম, পল্টন ও জাতীয় প্রেসক্লাব এলাকায় পথশিশু ও ছিন্নমূলদের মাঝে প্যাটকট খাবার বিতরণ কালে তিনি এসব কথা বলেন। প্রায় পাঁচ শতাধকি মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ আব্দুল আউয়াল মজুমদার।
মাওলানা ইমতিয়াজ আলম সাধারণ রোগীদের জন্য হাসপাতাল সচল রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ