Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিলেই দেশে থেকে জঙ্গিবাদ মুক্ত করা সম্ভব : পীর সাহেব ফান্দাউক দরবার শরীফ

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : শিক্ষা জাতির মেরুদ- কথাটি সত্য হলেও বর্তমানে যেন কাগজের মধ্যেই আবদ্ধ একটি বাক্য। শিক্ষিত হলেই কেবল ভাল মানুষ হওয়া যায়না। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি আমাদেরকে তা বুঝাতে বাধ্য করেছে। পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত কিছু মানুষ আজ নাস্তিক্যবাদের ফেরী করছে এবং দেশের কোমলমতি শিশুদের মস্তিষ্কবিকৃতি করে তাদের ঠেলে দিচ্ছে জঙ্গিবাদ ও নাস্তিকতার দিকে। ফলে বর্তমানে দেশের প্রতিটি স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় জঙ্গিবাদের মতবাদ বহন করছে। নজরদারীতে আছে বহু ছাত্র শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এসবেরর মূল কারণ হচ্ছে ধর্মীয় তথা কুরআন সুন্নাহ›র শিক্ষা অর্জন থেকে দূরে সরে আসা। কারণ মানবজাতির দুনিয়া ও আখেরাতের পরিপূর্ণ সফলতা ও মুক্তির সকল দিকনির্দেশক হচ্ছে ধর্মীয় (কুরআন সুন্নাহ›র) শিক্ষা। যার মধ্যে জ্ঞাণের প্রতিটি শাখা প্রশাখা বিশদ ভাবে আলোচিত হয়েছে। পীর সাহেব বলেন, এমন কোন বিষয় আছে কি? যা পবিত্র কুরআন সুন্নাহ’তে নেই। সরকার যদি ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেয় তবে এদেশ থেকে জঙ্গিবাদ দমন করা এবং দেশকে একটি উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলাতে রূপান্তরিত করা সম্ভব। তিনি আরও বলেন, এই কঠিনতর সার্বিক আগ্রাসন থেকে পুরো জাতির রক্ষার কাজ হচ্ছে ধর্মীয় তথা মাদরাসা শিক্ষা এবং নাস্তিকবাদবিরোধী শিক্ষানীতি বাদ দেয়া। তাহলেই শিক্ষার মানোন্নোয়ন ও জাতি উত্তম চরিত্রের অধিকারী হতে সক্ষম হবে। কারণ কুরআন সুন্নায় যারা শিক্ষিত তারা কোন ভাবেই সন্ত্রাস, জঙ্গিবাদকে পশ্রয় দিতে পারে না।
গতকাল ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার বার্ষিক অভিভাবক সমাবেশে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর আলহাজ মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মানুন সাহেব সভাপতির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমাদ বলেন, আপনারা যারা সন্তানদের মাদরাসা পড়াশোনা করাচ্ছেন মনে রাখবেন দুনিয়া আখেরাতে আপনারা সফল।









 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ