Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঈশ্বরদীতে প্রথম করোনা রোগী সনাক্ত, বাড়ি লকডাউন

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ৭:৪২ পিএম

ঈশ্বরদীতে প্রথম করোনা রোগী হিসেবে সনাক্ত হয়েছে মুলাডুলি ইউনিয়নের চাঁদপুর গ্রামের রেহানুল করিম রেবিন (৫১)। তার পিতার নাম সওকাত আলী। সে নাটোর সদর হাসপাতালের স্টাফ ব্রাদার। গত বুধবার তার করোনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা প্রেরণ করা হয়। আজ দুপুরের পর সে নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ বলে জানতে পারে। এদিকে রেবিন আজকে স্হানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেছে এবং পরিবারের অন্য সদস্যদের সাথে স্বাভাবিক উঠাবসা করেছে। এতে করে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। এসংবাদ পাওয়ার পর ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান ও ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে ঐবাড়িটি লকডাউন ঘোষণা করেছে। ঐপরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ব্যাবস্হা নেয়া হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ